ইসির সিদ্ধান্ত কমিশনকে বিতর্কিত ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি করবে : আব্দুর রব

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ.স.ম আবদুর রব বলেছেন, জনগণের দাবির প্রেক্ষিতে বিলম্বে হলেও নির্বাচনের মাঠে সেনা মোতায়েনের সিদ্ধানমশ নিয়ে এক দিন পরই তা পরিবর্তন করায় তা নির্বাচন কমিশনকে আরও বিতর্কিত করবে। রাজধানীর মুগদা হাসপাতালের সামনে বৃহস্পতিবার বিকেলে গণসংযোগকালে দলের সভাপতি আবদুর রব এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ঢাকার কামরাঙ্গীরচর ও শ্যামপুরসহ দূরের কোনো এলাকায় কেন্দ্র দখল করা হলে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে এতোদূরে গিয়ে সেনাবাহিনী কিছুই করতে পারবে না। এর ফলে নির্বাচন কতোটুকু নিরপেক্ষ হবে তা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করেছে।

Leave a comment