সারাদেশে ঢিলেঢালা হরতাল পালিত : মেহেরপুরে মিছিল

স্টাফ রিপোর্টার: বিএনপি আহুত বুধবারের সকাল-সন্ধ্যা হরতালে চুয়াডাঙ্গায় তেমন প্রভাব ফেলেনি। ব্যাংক বীমা, দোকানপাট, স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চললেও কিছুক্ষেত্রে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। যানবাহনও চলেছে অনেকটা স্বাভাবিকভাবেই। মেহেরপুরে বিএনপি হরতাল পালনের আহ্বান জানিয়ে ও বেগম খালেদা জিয়ার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার পথসভায় ও গাড়িবহরে হামলা এবং পরিকল্পিত প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে হরতালের সমর্থনে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল করে মেহেরপুর জেলা বিএনপি।

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বড়বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর শ্রমিকদলের সভাপতি বকুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, বিএনপি নেতা আব্দুস সামাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১১ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে। গতকালই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর হামলার প্রতিবাদে গতকাল ঢাকা ও চট্টগ্রাম মহনগর ছাড়া দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল দেশের অধিকাংশ স্থানেই প্রভাব ফেলেনি। হরতাল সমর্থকদের তেমন কোনো তৎপরতাও চোখে পড়েনি। অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হরতাল। তবে হরতালের সমর্থনে মিছিল করতে গেলে কয়েক জায়গায় পুলিশি বাধার সম্মুখিন হতে হয় পিকেটারদের। সিলেট মহানগর মহিলাদলের উদ্যোগে নগরীতে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় মিছিলটি নয়াসড়ক থেকে শুরু করে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা সরকারের স্পষ্ট মদদে হয়েছে তা এখন পরিষ্কার। হরতালের সমর্থনে গতকাল বুধবার রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়। পরে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে।

Leave a comment