সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত ঝিনাইদহের শাহবুদ্দিনের বাড়িতে শোকের মাতম

ঝিনাইদহ প্রতিনিধি: সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত ঝিনাইদহের শাহাবুদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম। ব্যাংক ডাকাতিকালে নিহত ৮ জনের মধ্যে শাহাবুদ্দিন একজন। তার বাড়ি শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক সময়ের মেধাবী ছাত্র ছিলেন তিনি। পড়াশোনার পাঠ শেষ করে মনোনিবেশ করেন ব্যবসায়ে। সাভারের কাঠগোড়া এলাকায় গড়ে তোলেন গ্লোরিয়াস ফ্যাশান নামের একটি প্রিন্টিং কারখানা। টাকার প্রয়োজনে মঙ্গলবার দুপুরে সাভারে বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকে গেলে ডাকাতদের আক্রমণে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সাথে শাহাবুদ্দিনেরও প্রাণ কেড়ে নেয় ঘাতক বুলেট। ছেলেকে হারিয়ে বৃদ্ধ বাবা সামসুদ্দিন এখন মানসিক ভারসাম্যহীন। মা না থাকলেও বোনদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে শৈলকুপার লক্ষণদিয়া গ্রাম।

৯ ভাই বোনদের মধ্যে শাহাবুদ্দিন (৫৫) ছিলো সবার বড়। নিহত শাহাবুদ্দিনের ছোট ভাই নাসিরুদ্দিন বলেন, ব্যাংকে ডাকাতরা আক্রমণ করলে আমার ভাই প্রতিরোধের চেষ্টা চালায় আর তখনই ডাকাতদের ঘাতক তার প্রাণ কেড়ে নেয়।

Leave a comment