বিহারে ঝড়ে ৩২ জনের প্রাণহানি : আহত ১৫০

মাথাভাঙ্গা মনিটর: মাধিপুরা ও পুর্নিয়াসহ বিহারের তিন জেলায় মঙ্গলবার রাতে শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে ৩২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এতে হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস এবং উঠতি ফসল বিনষ্ট হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। বিহার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখ্য সচিব ভিয়াসজি সাংবাদিকদের জানান, পুর্নিয়া জেলা থেকে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি আরও জানান এছাড়া ঝড়ে মাধিপুরায় ছয়জন ও মধুবানিতে এক জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ঝড়ের ফলে এসব জেলার রাস্তাঘাটের ওপরে গাছ-পালা উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। পুর্নিয়া, মাধিপুরা,সাহারসা, মধুবানি, সমস্তিপুর ও দ্বারভাঙ্গায় ঝড়ের আঘাতে হাজার হাজার গাছ-পালা উপড়ে যায়। এসব জেলার অনেক এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং হাজার হাজার একর জমির উঠতি ফসল বিনষ্ট হয়। পাটনায় ভারতের আবহাওয়া বিভাগের পরিচালক জানান, ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ৬৫ কিলোমিটার। উল্লেখ্য, ঝড়টি নেপাল থেকে ধেয়ে আসে।