ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে পয়লা বোশেখে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ‘জাতি স্তম্ভিত, এ বর্বরতা এখনই রুখতে হবে’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে নয়টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা লোকমোর্চার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মেহেরপুর ও ঝিনাইদহসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা অভিন্ন কর্মসূচি পালন করেছে।
পয়লা বোশেখে ঢাকার টিএসসিসহ বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় অয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিক, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহাজাহান মুকুল, বারের সাবেক সম্পাদক শামীম রেজা ডালিম, সাবেক সাধারণ সম্পাদক ডালিম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাড. আব্দুল খালেক, হিউম্যান রাইটসের সাবেক সভাপতি আ.স.ম আব্দুর রউফ, প্রচার সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক পারভীন লায়লা মালিক, সহসভাপতি শাহানা উইসুফ কেয়া, সিডিএফ’র সমন্বয়কারী আসমা হেনা চুমকি, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগাম অফসার মোজাম্মেল হক, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, অরিন্দম সভাপতি মো. আলাউদ্দীন, আবৃত্তি পরিষদের পরিচালক মরিয়ম শেলী, উদীচীর আদিল হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সমন্বয়কারী জহির রায়হান, এলআরপি ম্যানেজার নুঝাত পারভীন, প্রোডিজি প্রকল্পের সমন্বয়কারী মাহবুবুর রহমান মুকুল, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাড. আব্দুল খালেক প্রমুখ।
মানববন্ধনে জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন বলেন, টিএসসিতে নারীদের প্রতি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণকে সাথে নিয়ে লোকমোর্চা বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। তিনি বলেন, ঘটানাটি জাতির জন্য চরম লজ্জাজনক। যৌন নিপীড়ন ও বর্বতার বিচারের বিকল্প নেই। বক্তারা বলেন, পহেলা বোশেখে বাঙালির জাতীয় উৎসব। বাঙালি সংস্কৃতির শেকড়। এ শেকড়কে উপড়ে ফেলার হীন চক্রান্তেরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কতোকগুলো নরপশু নারীর ওপর যে যৌন নিপীড়ন চালিয়েছে, নারীর সম্ভাবহানি ঘটিয়েছে তা স্বাধীন দেশে একাত্তরকে হার মানায়। পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। পুলিশ দায়িত্বে থাকাকালীন অবস্থায় কিভাবে নরপশুরা এ ধরনের কাজ করতে পারে সে বিষয়ে প্রশাসনকেই খতিয়ে দেখার আহ্বান জানান।
মেহেরপুর অফিস জানিয়েছে, নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সমন্বিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহিন, অরনি গ্রুপ থিয়েটারের সভাপতি নিশান সাবের, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠক মানববন্ধনে অংশ নেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের পায়রা চত্বরে জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‘নারীকে মানুষ হিসেবে দেখুন, চিনুন, সম্মান করুন’ এ স্লোগান নিয়ে মানববন্ধন থেকে নারী লাঞ্ছনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, এনএম শাহজালাল ও জাহিদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, ওই ঘটনা শুধু নারী জাতিকেই লাঞ্ছিত করেনি, বিবেকবান সকল মানুষকেই লাঞ্ছিত ও ক্ষুব্ধ করেছে।
ঢাকা অফিস জানিয়েছে, বর্ষবরণের উৎসবে টিএসসিতে ন্য্যাক্কারজনক যৌন সন্ত্রাসের প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। সকাল দশটা থেকেই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমবেত হতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষার্থী এবং কিছু পথচারী সেখানে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে মূল বক্তব্যে অর্থনীতি বিভাগের ছাত্র সঞ্জীবন এস চক্রবর্তী পয়লা বোশেখের এ ঘটনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসচেতনতাকে দায়ী করেন। ভবিষ্যতে যেকোনো উৎসবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান তিনি।