মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে ১৭ বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের একদিন পর আরো চার বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত মঙ্গলবার পাকিস্তানের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ওই ১৭ জনের ফাঁসি কার্যকর করা হয়। কর্মকর্তরা জানান, ডিসেম্বরের পর এদিনই একসাথে এতো বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হলো। গতকাল বুধবার পাঞ্জাবে চার বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে লাহোরের কোট লাখপাত কারাগারে দুজনকে ফাঁসি দেয়া হয়। এছাড়া বাওয়ালপুর নিউ সেন্ট্রাল জেলে একজনকে এবং সাওয়াল সেন্ট্রাল জেলে চতুর্থ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ডিসেম্বরে পেশওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিদের নৃশংস হামলার পর পাকিস্তান সরকার মৃত্যুদণ্ড স্থগিত আইন (সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড পাওয়া বন্দিদের ক্ষেত্রে প্রযোজ্য) আংশিকভাবে বাতিল করে। পরে ১০ মার্চ থেকে ওই আইন পুরোপুরি বাতিল করা হয়। ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৫ বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদিকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন মৃত্যুদণ্ড স্থগিত আইন পুনবহাল করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।