তরমুজ খেয়ে শিশুর মুখ দিয়ে ফেনা উঠে মৃত্যু

স্টাফ রিপোর্টার: যশোরে তরমুজ খেয়ে রাকিবুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার গহরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। রাকিবুলের মা শিল্পী বেগম জানিয়েছেন, গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাকিবুল তরমুজ খায়। এরপর খেলা করতে করতে তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। পরে পরিবারের লোকজন তাকে সকাল সাড়ে ৮টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। যশোর মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, রাকিবুলকে হাসপাতালে মৃতপ্রায় অবস্থায় আনা হয়। অবস্থা দেখে মনে হচ্ছে, সে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলো। ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে গত ১৮ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জে তরমুজ খাওয়ার পর শিশুসহ একই পরিবারের ৭ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। চুয়াডাঙ্গায় বেশ কয়েকজন ভোক্তা তরমুজ মুখে দিয়ে অন্যরকম স্বাদের কারণে ফেলে দিয়ে মাথাভাঙ্গা দফতরে অভিযোগ করেছে। ব্যবসায়ীরা তরমুজে রঙ বা অন্য কিছু দেয়া হয় না বলে দাবি করার পরদিন গতকাল চুয়াডাঙ্গার একজন বিশিষ্ট আইনজীবীসহ বেশ কয়েকজন ভোক্তা বাজার থেকে কেনা তরমুজ ব্যতিক্রম পেয়ে চমকে ওঠেন। বিষয়টি চুয়াডাঙ্গার ব্যবসায়ীদের কয়েকজনকে ডেকে দেখানো হলে তারা বলেন, ওটা অন্য কিছু নয় পচে গেছে। অথচ পচার মতো গন্ধ ছিলো না। ফলে এদিকে প্রশাসনের বিশেষ দৃষ্টি দেয়া দরকার বলে মন্তব্য করেছেন সচেতন মহল।

Leave a comment