টি-টোয়েন্টি দলে লিটন ও মুস্তাফিজুর

স্টাফ রিপোর্টার: পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দলে মুমিনুল হক ও রুবেল হোসেনকে রাখেননি নির্বাচকরা। দলে নতুন মুখ মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টির জন্য ১৪ জনের দল ঘোষণা করে।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, পাকিস্তানের বিপক্ষে দু টেস্টের সিরিজের জন্য এ ডানহাতি পেসার রুবেলকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাঁহাতি পেসার মুস্তাফিজ ও উদ্বোধনী ব্যাটসম্যান লিটন নির্বাচকদের নজরে ছিলো বলে জানান ফারুক। মুস্তাফিজের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের পারফরম্যান্স এবং দলের ভবিষ্যতের কথা ভেবে লিটনকে ঠাঁই দেয়ার কথাও জানান ফারুক। আগামীকাল শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। টি-টোয়েন্টি দল: তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবুল হোসেন রাজু, মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।