ঝিনাইদহে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার খাদ্যগুদামে গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সদর এলএসডি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও খুলনা বিভাগের খাদ্য পরিদর্শক সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ফিতে কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাসান মিয়া, কারিগরি খাদ্য পরিদর্শক মোজাম্মেল হক, খাদ্য পরিদর্শক তানজিলুর রহমান প্রমুখ। প্রতি কেজি গম ২৮ টাকা দরে আজিজুল রহমান ও আবু সাইদ মিলন নামে দু কৃষকের নিকট থেকে ১ মেট্টিক টন করে গম কেনার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সদর এলএসডি কাজী মিনারুল ইসলাম জানান, সদর উপজেলার খাদ্য গুদামে প্রতিকেজি ২৮ টাকা দরে ২৪৬ মেট্টিক টন গম কেনা হবে। এর মধ্যে সদর উপজেলা ও হাটগোপালপুর খাদ্যগুদামের আওতায় প্রকৃত কৃষকের নিকট থেকে নগদ টাকা মূল্যে সরকারিভাবে কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a comment