জীবননগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি রেজিস্ট্রি করতে এসে নিরাশ হলেন আতিয়ার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের হতদরিদ্র বক্ষব্যধিতে আক্রান্ত আতিয়ার রহমানের স্বপ্ন ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি দান করবেন। দীর্ঘদিনের ইচ্ছাপূরণে ব্যর্থ হয়ে অবশেষে নিরাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি।

আন্দুলবাড়িয়া গ্রামের মৃত কালু বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান তার ৪ শতক পৈতৃক ভিটার ওপর স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন। ছয় বছর আগে তিনি বক্ষব্যধি রোগে আক্রান্ত হন এবং তিনি পৈত্রিক ভিটার ৪ শতক জমির মধ্যে আড়াই শতক জমি বিক্রি করে চিকিৎসা খরচ করছেন। আর অবশিষ্ট টাকা দিয়ে সে পার্শ্ববর্তী স্থানে কম মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৪ শতক জমি কিনে তা রেজিস্ট্রি করার জন্য গতকাল বুধবার জীবননগর সাবরেজিস্ট্রার অফিসে যান। কিন্তু ওই অফিসের মহুরার আলাউদ্দীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৪ শতক জমির দানপত্র রেজিস্ট্রির জন্য কাগজপত্র তৈরি করলেও শেষ পর্যন্ত সাবরেজিস্ট্রি অফিসের ঊর্ধ্বতন কর্তাদের নিদের্শে রেজিস্ট্রি করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন।