কেরুজ বাণিজ্যিক খামার পরিদর্শন করলেন এমডি আরশাদ হোসেন

বেগমপুর প্রতিনিধি: কেরুজ চিনিকলের আওতাধীন ডিহি, হিজলগাড়ি এবং আড়িয়া বাণিজ্যিক খামারগুলোতে পরিদর্শনে যান প্রতিষ্ঠানের এমডি। গতকাল বুধবার সকাল ৭টার আগেই পরিদর্শনে যাওয়ার সময় সাথে ছিলেন মোস্তফা কামাল মহাব্যবস্থাপক (কৃষি), মোশারফ হোসেন মহাব্যবস্থাপক (অর্থ), ডিজিএম মিলস ফার্ম ইমতিয়াজ হোসেন। সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার কারণে ডিহি বাণিজ্যিক খামারের ড্রাইভার শফিকুল ইসলামের হাজিরা খাতায় লালকালি দিয়ে অনুপস্থিত লিখে দেন তিনি।

এ সময় তিনি খামারগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং দিন হাজিরার শ্রমিকদের সাথে আখচাষাবাদের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি বাণিজ্যিক খামারগুলোকে ধারাবাহিক লোকসানের হাত থেকে কীভাবে রক্ষা করা যায় সে বিষয়ে করণীয় কি তা নিয়েও আলোচনা করেন। তবে অনিয়ম আর দুর্নীতির ব্যাপারে তিনি যে একেবারেই আপসহীন সে বিষয়ে সকলকে সতর্ক করে দেন। চলতি মরসুমে কেরুজ চিনিকলের ৯টি বাণিজ্যিক খামারে আখচাষ হয়েছে ১ হাজার ২৬৫ একর। এর মধ্যে মুড়ি আখ রয়েছে ১৫০ একর। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সকলের উদ্দেশে বলেন, আমি এখানে থাকতে আসেনি। চিনিকলটি যাতে বেঁচে থাকে সকলে মিলে সে চেষ্টা করেন। কারণ প্রতিষ্ঠান লাভবান হলে সংশ্লিষ্ট সকলেই লাভবান হবে। তখন সবারই ভালো লাগবে। নিজের ওপর অর্পিত দায়িত্বটা ঠিকমতো পালন করেন সবকিছু ঠিক হয়ে যাবে।

Leave a comment