ইবিতে শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা তুঙ্গে

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৫ উপলক্ষে প্রচার-প্রচারণায় মেতে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। ভোটের জন্য শিক্ষকদের কাছে ধরনা দিচ্ছেন পদপ্রার্থীরা। শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ২৫ এপ্রিল শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু পরিষদ এবং প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সমন্বয়ে গঠিত প্যানেলের সাথে বিএনপিপন্থি জিয়া পরিষদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সংগঠন গ্রিন ফোরামের সমন্বয়ে গঠিত প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

নির্বাচন কমিশন অফিসসূত্রে জানা গেছে, ১৫ সদস্যবিশিষ্ট শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্যানেল দুটির একটি আওয়ামীপন্থি বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের সমন্বয়ে গঠিত পানেল। অপরটি জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপিপন্থি জিয়া পরিষদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন গ্রিন ফোরামের সমন্বয়ে গঠিত প্যানেল। গত ১৬ এপ্রিল ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। আওয়ামীপন্থি শিক্ষক প্যানেলের পদপ্রার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আ.ন.ম রেজাউল করিম (সভাপতি), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লু (সাধারণ সম্পাদক), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান (সহসভাপতি), আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল (যুগ্ম সম্পাদক) এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা (কোষাধ্যক্ষ)। সদস্য পদ প্রার্থীরা হলেন- অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড. ত.ম লোকমান হাকিম, অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল, অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী, অধ্যাপক ড. মেহের আলী, সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ড. খন্দকার তৌহিদুল আনাম তমাল, ইয়াসমিন আরা সাথী, জয়শ্রী সেন ও ফারহা তানজীম তিতিল। বিএনপিপন্থি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেলের পদপ্রার্থীরা হলেন- সভাপতি পদে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোহাম্মদ অলি উল্লাহ (দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ), সহসভাপতি পদে অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল (দাওয়াহ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান (হাদিস অ্যান্ড ইসলামিক সস্টাডিজ), কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মাহবুবুর রহমান (আরবি ভাষা ও সাহিত্য)। সদস্য পদপ্রার্থীরা হলেন- অধ্যাপক ড. শহীদুল ইসলাম নুরী, অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. শহীদ মোহাম্মাদ রেজওয়ান, অধ্যাপক ড. ময়নুল হক, অধ্যাপক ড. মহিব্বুল ইসলাম, অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, ড. মিজানুর রহমান, ড. রেজাউল করিম, ড. মোহাম্মাদ সাইফুল ইসলাম গনি, ড. মো. রশিদুজ্জামান।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠন প্রণালী অনুযায়ী, প্রত্যেক বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও টানা চার মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদে-২০১৫ যথা সময়ে অনুষ্ঠিত হয়নি। গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় খোলার পর নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনের ধার্য তারিখ অনুযায়ী আগামী ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৫৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Leave a comment