স্টাফ রিপোর্টার: ব্যাটারি চালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছেন চালক দামুড়হুদার লোকনাথপুরের বৃদ্ধ নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, লোকনাথপুরের রহিম বকশের ছেলে নাসির উদ্দিন (৬০) ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে কাঁঠালতলা নামক স্থানে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারেন তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালসূত্রে জানা গেছে।