মাথাভাঙ্গা মনিটর: বল করতে আর নিষেধাজ্ঞা নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মাদ হাফিজের। সংশোধিত অ্যাকশনে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বোলিং অ্যাকশনে হাফিজের বিভিন্ন ধরনের ডেলিভারি পরীক্ষা করে দেখা গেছে আইসিসির বেধে দেয়া ১৫ ডিগ্রি কনুই আইন মেনেই বল করেন হাফিজ। তাই হাফিজের বোলিঙে আইসিসির তরফ থেকে আর কোনো বাধা নেই। গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবি টেস্টে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এর পরের মাসেই সংশোধিত অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তিনি। কিন্তু তাতে ব্যর্থ হন। অবশেষে গত ৯ এপ্রিল চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংশোধিত অ্যাকশনের পরীক্ষা দিয়ে বোলিং ছাড়পত্র পেলেন সাবেক এ বিশ্বসেরা অলরাউন্ডার।