ওয়ানডেতে আর ফিরবেন না আফ্রিদি

স্টাফ রিপোর্টার: টেস্টকে বিদায় জানিয়েছেন আগেই। বিশ্বকাপের পর পরই বিদায় জানিয়েছেন ওয়ানডেকে। শহীদ আফ্রিদি এখন শুধু খেলবেন ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম সংস্করণে। পাকিস্তান ক্রিকেটের আরেক কান্ডারি মিসবাহ-উল-হকও তুলে রেখেছেন ক্রিকেটের রঙিন জার্সি। খেলবেন শুধু টেস্টে। তবে সদ্য এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর আবার পাকিস্তানের সমর্থকদের মধ্যে এখন আহাজারি, ‘আহা! আজ যদি আফ্রিদি-মিসবাহরা থাকতো। দল যতই দুঃসময়ে থাকুক, ওয়ানডেতে আর ফিরবেন না মিসবাহ। ফেরার সম্ভাবনা আগেই নাকচ করে দিয়েছিলেন আফ্রিদিও। তবে আফ্রিদি নামটাই এমন, শেষ বলে কিছু নেই। এর আগেও তিনি একাধিকবার অবসরের ঘোষণা দিয়েও ফিরে এসেছেন দলের চরম বিপদের মুহূর্তে। পাকিস্তান ক্রিকেট ভক্তদের মনে তাই এখনো খানিকটা আশার আলো উঁকিঝুঁকি দেয়। এবারও যদি ফিরে আসেন আফ্রিদি! আবারও যদি এসে ধরেন ডুবতে থাকা দলটির হাল! অভিজ্ঞতার জাদুর কাঠি দিয়ে সকল ঝড়-ঝাপটা বুক পেতে সামলে করে দলকে এগিয়ে নেন!

Leave a comment