স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক কেন নয় : হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কেন নিজস্ব রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ ও ব্যবহারের সুযোগ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে একই সাথে স্থানীয় সরকার সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০ এর বিধি ৬ (২) (ঙ), ইউনিয়ন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০ এর বিধি ৬ (২) (ঙ), পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০ এর বিধি ৬ (২) (ঙ) এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৩ এর বিধি ৮ (৪) কে কেন সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।