মাথাভাঙ্গা মনিটর: সোমলিয়ার পুন্টল্যান্ড প্রদেশে জাতিসংঘের গাড়িতে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বোমাটি জাতিসংঘের গাড়িতে পেতে রাখা হয়েছিলো। তবে প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী বোমা হামলা। নিহতের মধ্যে জাতিসংঘের মিশনে কাজ করা কেনিয়া ও সোমালিয়ার অধিবাসী রয়েছে। আল-কায়েদার শাখা সংগঠন আল-শাবাব সোমালিয়া নিজেদের নিয়ন্ত্রণে দেশটির সরকারের সাথে যুদ্ধ করছে। তবে পুন্টল্যান্ডে হামলার ঘটনা বিরল।