স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদরে শ্বশুর-শাশুড়িকে হত্যার অভিযোগে তাদের জামাইকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রামপুর ইউনিয়নের উত্তর কামরাঙ্গা এলাকায় এই ঘটনায় নিহত হন সুমন শেখ (২৫), যিনি ভোরে শ্বশুর-শাশুড়িকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। সুমনের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলার রায়ের মহল বাউন্ডারী আন্দিরঘাট রোডে। সোমবার ভোররাতে উত্তর কামরাঙ্গা এলাকায় সুমনের শ্বশুর ইকবাল হোসেন বুলু (৫০) ও শাশুড়ি মমতাজ বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় সুমনের স্ত্রী শারমিন আক্তার লাকি (২১) গুরুতর আহত হন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, কামরাঙ্গা এলাকায় মিজি বাড়িতে সোমবার ভোররাতে খুন হন সুমনের শ্বশুর-শাশুড়ি। তাদের বাড়ির চারপাশে রয়েছে ধানক্ষেত। ভোরে জোড়া খুনের পর থেকে সুমন পলাতক ছিলেন। বিকালে বাড়ির পাশে ধান ক্ষেতে শুয়ে থাকা আত্মগোপনকারী সুমনকে স্থানীয় লোকজন দেখে ফেলে। এ সময় উত্তেজিত লোকজন ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।