স্টাফ রিপোর্টার: আর্থিক ব্যবসার ক্ষেত্রে সর্বকালের শীর্ষ ছয় উদ্যোক্তার একজন হিসেবে জায়গা করে নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমসের চোখে আমেরিকার ব্যবসায়ী ও সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, ব্যাংক অব আমেরিকার প্রতিষ্ঠাতা আমাদিও জিয়ান্নিনি, মার্কিন ব্যবসায়ী ও কেকেআরের সহপ্রতিষ্ঠাতা হেনরি কারাভিস, মার্কিন ব্যাংকার ও ফাইন্যান্সার জন পিয়েরপন্ট মর্গান ও জার্মান ব্যাংকার মেয়ার এমসেল রোথচাইল্ডের সাথে সর্বকালের সেরা আর্থিক উদ্যোক্তার একজন ড. মুহাম্মদ ইউনূস। মার্চে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করে পত্রিকাটি। নিবন্ধে বলা হয়, হয়তো ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণের ধারণার উদ্ভাবন করেননি। তবে আধুনিক বিশ্বে এক্ষেত্রে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা অন্যতম ব্যক্তি তিনিই। তার সামাজিক ব্যবসার ধারণাও বিশ্বব্যাপি বিস্তার লাভ করছে।