ব্রাজিলে ফুটবল সমর্থকদের ক্লাবে গুলিতে নিহত ৮

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে ফুটবল সমর্থক গোষ্ঠীর একটি ক্লাবে গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাতে শ্রমজীবীদের আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারিন্থিয়ান্স ক্লাবের ওই সমর্থকেরা একটি ম্যাচের আগে ব্যানার তৈরি করায় ব্যস্ত ছিলেন। এ সময় তিনজন বন্দুকধারী তাদেরকে লক্ষ্য করে গুলি করে। সাও পাওলো পুলিশ জানিয়েছে, তাদের ধারণা পাভিলহাও নোভে গোষ্ঠীটির সাথে সংঘবদ্ধ অপরাধী দলগুলোর সম্পর্ক ছিলো। ফুটবল ম্যাচের চেয়ে মাদক সংক্রান্ত বিষয়ের সাথে বেশি সম্পর্কিত বলে মনে হচ্ছে।