মাথাভাঙ্গা মনিটর: ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌডুবির ঘটনায় চাপে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কথার চেয়ে আরো বেশি কাজ করে দেখানোর চাপের মুখে সোমবার লুক্সেমবার্গে জরুরি আলোচনায় বসেছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। ভূমধ্যসাগরে অভিবাসীদের সঙ্কটে ব্যবস্থা নেয়ার নৈতিক কর্তব্য ইউরোপের রয়েছে বলে মন্তব্য করেছেন ইইউ এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান। সোমবারের বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরা আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা হয়। অবৈধভাবে অভিবাসন অনুৎসাহিত করতে গত বছর ভূমধ্যসাগরে টহল এবং উদ্ধার তৎপরতা কমানোর যে সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন নিয়েছিলো তা নতুন করে ভেবে দেখার জন্যও ইইউ নেতাদের ওপর চাপ বাড়ছে। সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসীদের বিষয়টি আরো মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য একটি নতুন নীতি নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউরোপীয় কর্মকর্তারা।