কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর থানা পুলিশ গত রোববার রাতে ৯০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানার এসআই সানজিদ আহমেদ কোটচাঁদপুর-জীবননগর সড়কের বারোমাসিয়া ব্রিজের নিকট থেকে রোববার রাত ৮টার দিকে আরিফ (৩০) নামের এক মাদকব্যবসায়ীকে ৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। এ সময় মাদকব্যবসায়ী আরিফ একটি ব্যাগে ফেনসিডিল নিয়ে কালিগঞ্জের উদ্দেশে সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলো। গ্রেফতারকৃত আরিফ মহেশপুর উপজেলার নস্তি গ্রামের লিয়াকত আলীর ছেলে। এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।