কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া : সোনম

মাথাভাঙ্গা মনিটর: গত ১২ বছরের মতো এ বছরও লোরিয়লের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার সাথে লোরিয়ালের অপর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনম কপুর থাকলেও কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে দেখা যাবে না ক্যাটরিনাকে। ঐশ্বরিয়া, সোনমের মতোই ক্যাটরিনাও লোরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেও কানের রেড কার্পেটে হাঁটার তালিকায় নাম নেই তার। লোরিয়েলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, যদি সোনমকপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে কানের রেড কার্পেটে দেখতে উৎসাহী হন তাহলে রিটুইট করুন। আগামী ১৩ থেকে ২৪ মে টানা ১২ দিন ধরে চলবে কান ফিল্ম ফেস্টিভ্যাল।