ইবিতে পিএইচডি সেমিনার

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘চুয়াডাঙ্গা জেলার লোকায়াত জীবন ও ফোকলোর’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভূক্ত বাংলা বিভাগের আয়োজনে গত রোববার সকাল ১১টায় বিভাগীয় ১০৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে পিএইচডি গবেষক রেজাউল করিম তার পিএইচডি কর্মের বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. রহমান হাবিবের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন এবং গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. শেখ রেজাউল করিম। বাংলা বিভাগের প্রভাষক রোজী আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. রবিউল হোসেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।