স্টাফ রিপোর্টার: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুস্পকাটি টহল ফাঁড়িতে জলদস্যুদের হামলায় ১০ জন বনপ্রহরী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের স্থল ভূমির শেষ সীমানা থেকে ৯০ কিলোমিটার দুরে গহীন জঙ্গলে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উপকুলে খবর আসে রোববার দুপুরে। ফাঁড়ির দুই সদস্য বন প্রহরী মোস্তাফিজুর রহমান ও বোটম্যান ইব্রাহীম আহতদের বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস বুড়িগোয়ালিনীতে নিয়ে আসে। আহতরা হলেন- বনকর্মী জাহাঙ্গীর মোড়ল, রবিউল ইসলাম ও সুকদেব কুমার।