মালাগার বিরুদ্ধে রিয়ালের সহজ জয়

মাথাভাঙ্গা মনিটর: লা লিগার ম্যাচে মালাগাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গত শনিবার রাতের এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৩২ ম্যাচে বেড়ে হলো ৭৬। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৮। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৯। দিনের প্রথম ম্যাচে ভালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে রিয়ালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে যায় বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে ব্যবধান ২ পয়েন্টে ফিরিয়ে আনতে তাই মালাগার বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না কার্লো আনচেলত্তির দলের।

প্রথমে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ২৪ মিনিটে মাথায় প্রথম সাফল্য পায় তারা। রোনাল্ডোর ফ্রি কিক থেকে পাওয়া বল আলতো ছোঁয়ায় জালে জড়ান সার্জিও রামোস। এর পাঁচ মিনিট পরেই ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ পায় রিয়াল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো। হতাশা পরের মিনিটেই অনেকটা মুছে দেন হামেস রদ্রিগেস, ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার এ তারকা মিডফিল্ডার। গোলটিতে অবদান রাখেন কিছুক্ষণ আগেই পেনাল্টি মিস করা রোনালদো। দু মিনিট পরেই অবশ্য ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন হুয়ানমি। অরক্ষিত অবস্থায় হেড করে বল জালে জড়ান স্পেনের এ স্ট্রাইকার। শেষ পর্যন্ত সহজ জয়ই পায় রিয়াল, যোগ করা সময়ে হাভিয়ের এরনান্দেসের আড়াআড়ি বাড়ানো বল জালে ঠেলে দেন রোনাল্ডো।