ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুলছাত্র আকিদুল (১৪) নয় দিনেও উদ্ধার হয়নি। গত ১১ এপ্রিল শনিবার রাতে তাকে অপহরণ করা হয়। অপহৃত আকিদুল মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। সে হাবাসপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
পরিবারিক সূত্রে জানা যায়, আকিদুল গত শনিবার রাতে ইউনিক পরিবহনের একটি বাসে খালিশপুর থেকে ঢাকায় তার ফুফুর বাড়িতে বেড়ানোর উদ্দেশে রওনা হয়। কিন্তু সে ফুফু বাড়িতে পৌঁছায়নি। পরদিন রোববার ০১৯৫৯-৭১৩৬২৫ মোবাইল নম্বর থেকে তার পিতার মোবাইলে রনি নামে একজন ফোন করে জানায়, আকিদুল তাদের হেফাজতে আছে। ঢাকা তেজগাঁও এলাকায় আসার জন্য বলে। তাদের কথামতো মুনসুর আলী গেলেও ওই নম্বরে তাদের আর পাওয়া যায়নি। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বলছে এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এ ঘটনায় মহেশপুর থানায় ১৬ এপ্রিল বৃহস্পতিবার একটি জিডি করা হয়। ৯ দিন পার হয়ে গেলেও ছেলেকে না পেয়ে বাবা-মা বাকরুদ্ধ প্রায়। পরিবারের চলছে শোকের মাতম।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে এবং আকিদুলকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।