দু একদিনের মধ্যে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: পরিস্থিতি বিবেচনা করে সিটি করপোরেশন নির্বাচনে দুই একদিনের মধ্যে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। সেনা মোতায়েন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, রিটার্নিং কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছি। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে দু একদিনের মধ্যে সেনাবাহিনী মোতায়েন হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। সেনাবাহিনী মোতায়েন হবে কি না তা ৱ্যাব কর্মকর্তার বিবেচ্য বিষয় নয়, এটা কমিশনই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ভোট কেন্দ্রে যদি কেউ বল প্রয়োগ করে তাহলে তার ওপর দ্বিগুণ বল প্রয়োগ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। দেড়টায় এ বৈঠক শেষ হয়।

Leave a comment