মাথাভাঙ্গা মনিটর: ভারতের রাজধানী দিল্লিতে এই প্রথম একজন নারীকে বাসচালক হিসেবে নিয়োগ দিয়েছে। দিল্লিতে অটো ও ট্যাক্সি ক্যাবে নারীচালক থাকলেও পাবলিক ট্রান্সপোর্ট বাসে এই প্রথম কোনো নারীচালক নিয়োগ পেলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভাঙ্কাদারাথ সারিথা (৩০) নামের ওই নারী আগে ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেছেন। চাকরি পাওয়ার পর তিনি বলেছেন, তার বাসে যেসব মহিলা চলাচল করবেন তাদের যাত্রা যেন নিরাপদ হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন তিনি। দিল্লি শহরের গণপরিবহনে চলাচল করার সময় নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় জনরোষ যখন বাড়ছে তখনই এ নিয়োগের ঘটনা ঘটলো। কর্মকর্তারা আশা করছেন, এ নিয়োগের ফলে আরো অনেক নারী বাসচালক হিসেবে কাজ করতে আগ্রহী হয়ে উঠবেন। তবে অন্য কয়েকটি রাজ্যে নারীরা আগে থেকেই বাসচালক হিসেবে কাজ করছে।
দিল্লিতে প্রথম নারী বাসচালক
