দামুড়হুদায় নতিপোতা ও নাটুদাহ ইউপির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

সততার সাথে দায়িত্ব পালন করে আদর্শ মডেল ইউনিয়ন গড়ে তুলুন

 

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদা উপজেলার নবগঠিত নাটুদাহ ও পুনর্গঠিত নতিপোতা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ইউনিয়ন পরিষদকে এলাকার সমস্ত উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। তাই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ইউনিয়নকে আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে। উন্নয়নমমূলক কর্মকাণ্ডের মমধ্যদিয়ে জেলায় প্রথম স্থান অধিকার করতে হবে।

নতিপোতা ইউপি চেয়ারম্যান হিসেবে আজিজুল হক আজিজ এবং নাটুদাহ ইউপি চেয়ারম্যান হিসেবে শফিকুল ইসলাম শফিসহ নতিপোতা ইউনিয়নে ১ নং সংরক্ষিত ওয়ার্ডে আঞ্জুমান আক্তার, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে রুবিনা খাতুন, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে জাহানারা খাতুন আখি, পুরুষ ১ নং সাধারণ ওয়ার্ডে বদরুল আলম, ২ নং ওয়ার্ডে মইনুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে মাসুদ রানা, ৪ নং ওয়ার্ডে আমিরুল ইসলাম ঠাণ্ডু, ৫ নং ওয়ার্ডে ইয়ামিন আলী, ৬ নং ওয়ার্ডে বিল্লাল হোসেন, ৭ নং ওয়ার্ডে সেলিম হোসেন, ৮ নং ওয়ার্ডে ইমদাদুল হক, ৯ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, এবং নাটুদাহ ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে দেলোয়ারা খাতুন, ২ নং সংরক্ষিত ওয়ার্ডে ইসমোতারা, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে কহিনুর খাতুন। ১ নং সাধারণ ওয়ার্ডে আব্দুল কুদ্দুস, ২ নং ওয়ার্ডে রবিউল ইসলাম রবি, ৩ নং ওয়ার্ডে আমজাদ আলী, ৪ নং ওয়ার্ডে আব্দার আলী, ৫ নং ওয়ার্ডে জসিম উদ্দিন খান, ৬ নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ডে মো. কলিম উদ্দিন, ৮ নং ওয়ার্ডে মো. জবেদ আলী এবং ৯ নং ওয়ার্ডে আব্বাস আলী শপথ গ্রহণ করেন।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের. মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার প্রমুখ। নবনির্বাচিতদের মধ্য থেকে নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ ও নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ নতিপোতা ও নাটুদাহ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং গত ৯ এপ্রিল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।

Leave a comment