ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মাঠ থেকে ১১১ বোতল কীটনাশক উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার সকালে এ অভিযান চালানো হয়। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম নবী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান খোশালপুর এলাকায় অভিযান চালান। এ সময় ভারতে পাচার হওয়াকালে ১১১ বোতল বাংলাদেশি লাকাদ কীটনাশক ওষুধ আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত কীটনাশকের আনুমানিক মূল্য ২৭ হাজার ৭৫০ টাকা বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।