সোনার গয়নাগাটি ও নগদ টাকা লুট
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা শহরের কাজীপাড়ায় গত শনিবার গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদল ব্যবসায়ী ইঊনুছ আলীর বাড়িতে হানা দেয়। এ সময় তারা রান্নাঘরের গ্রিল কেটে বেডরুমে প্রবেশ করে। পরে তারা পরিবারের সকলকে জিম্মি করে নগদ টাকা, সোনার গয়নাগাটি ও মোবাইলফোনসহ ১১ লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।
ব্যবসায়ী ইঊনুছ আলীর স্ত্রী শিরিনা খাতুন জানান, তার স্বামী রাজনৈতিক কারণে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন বাড়ি ছাড়া। শিশুসন্তান ফাহাদ ও ছোট ভাই শাহাদত হোসেন রুবেলকে নিয়ে তিনি বাড়িতে থাকেন। গত শনিবার রাত ৩টার দিকে সশস্ত্র একদল মুখোশধারী ডাকাতদলকে বেডরুমে দেখে তারা চমকে ওঠেন। এ সময় ডাকাদল আলমারি ও শোকেস ভাঙার চেষ্টা করছিলো। জেগে উঠলে ডাকাতদল তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে। তারা এ সময় তার শিশুসন্তান ফাহাদের (৮) নাম উচ্চারণ করে বলে চেঁচামেচি করলে তাকে চোখের সামনে হত্যা করা হবে। পরে তারা বেডরুমের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৭৫ হাজার টাকা, ২৫ ভরি সোনার গয়নাগাটি ও ৩টি মোবাইলফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
উল্লেখ্য, ব্যবসায়ী ইঊনূছ আলী উপজেলা যুবদল নেতা। এ ব্যাপারে থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এএসআই তকিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন তদন্তের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।