চুয়াডাঙ্গা ফুটবল দলের সাবেক কৃতী খেলোয়াড় ব্যবসায়ী সাফা মিয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফুটবল দলের সাবেক কৃতী খেলোয়াড় বিশিষ্ট ব্যবসায়ী সাফায়েত আলী ওরফে সাফা মিয়া (৮৬) বার্ধক্যজনিত কারণে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সাফা মিয়া ছিলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৫০’র দশকে কোলকাতার এরিয়েন্স ক্লাব ও ঢাকা ভিক্টোরিয়া ক্লাবের হয়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। ১৯৫৭ সালে ইস্ট পাকিস্তান ও ইরানের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে পূর্ব পাকিস্তান দলের হয়ে খেলেন। তিনি দীর্ঘদিন সাবডিবিশনাল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গতকাল রোববার বাদ এশা চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে নামাজে জানাজা শেষে সেখানে তার দাফন কার্য সম্পন্ন হয়। এদিকে শেষবারের মতো সাফা মিয়াকে দেখতে যান জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন এমপি, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আগামী মঙ্গলবার বাদ আছর মরহুমের রুহের মাগফেরাত কামনায় নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠিত হবে বলে তার ছেলে ডা. শফিউল কবির জিপু জানান।

Leave a comment