স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ জেলা সদরের ছয়ঘরিয়া কচুখালী বোশেখি মেলার মাঠ থেকে দুজনকে আটক করেছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে মেলার মাঠে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় জুয়োখেলার বোর্ড ও টাকা। তাদেরকে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় মামলাসহ হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।
সদর থানা পুলিশ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা সদরের ছয়ঘরিয়া কচুখালীপড়ার একটি বাঁশবাগানে বোশেখি মেলা হচ্ছিলো। এ মেলায় জুয়োখেলা হচ্ছে- খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় সদর উপজেলার গড়াইটুপি পশ্চিমপাড়ার আবু তাহের মণ্ডলের ছেলে আতিয়ার আলী (৪৫) ও একই গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে শফিকুল ইসলামকে (৩৫) আটক করে। ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে গেলেও জুয়োখেলার বোর্ড ও ৯৯৫ টাকা উদ্ধার করে। আটকৃতদের মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত জুয়োখেলার বোর্ড ও টাকা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।