গাংনীর খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের গাড়িবহরে হামলার নিন্দা ও প্রতিবাদ

 

গাংনী প্রতিনিধি: ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে গাংনী খাদিজা আশরাফ ফাউন্ডেশনের গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলামের নেতৃত্বে গাংনী শহর থেকে গাড়িবহর নিয়ে ১৭ এপ্রিল সকালে মুজিবনগরের উদ্দেশে ছেড়ে যায়। মেহেরপুর-মুজিবনগর সড়কে পৌঁছুলে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আশরাফুল ইসলামের সাতকর্মী গুরুতর আহত হন। তাদেরক মেহেরপুর জেলারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

প্রতিবাদসভায় আশরাফুল ইসলাম বলেন, এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে গাড়িবহরে যোগদান করেন। তার কর্মসূচি বানচাল করতেই পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গাড়ি বহরে হামলা চালায়। ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ধরনের ঘটনার শিকার চরম দুঃখজনক বলে দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তি দাবি করেন তিনি।

Leave a comment