স্টাফ রিপোর্টার: গত শনিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবোশেখি ঝড় আঘাত হেনেছে। এ ঝড়ের ছোবলে কমপক্ষে ১৩ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। এছাড়া হাজার হাজার কাঁচা ও পাকাঘর গাছপালা উপড়ে গেছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহে শনিবার রাতে কালবোশেখিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।