ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এমফিল কোর্স ও পিএইচডি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের নিমিত্তে আবেদনপত্র উত্তোলন ও জমা দেয়ার সময়সীমা বর্ধিত করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এমফিল কোর্স ও পিএইচডি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের নিমিত্তে আবেদনপত্র উত্তোলন ও জমা দেয়ার সময়সীমা বর্ধিত করা হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র উত্তোলন ও জমা দেয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইতঃপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি নং-২৭/শিক্ষা/ইবি-২০১৪/৩০৮৬, তাং-২৬/১১/২০১৪ ই-এর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।