আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল সকালে আলমডাঙ্গা পৌর এলাকা গোবিন্দপুর নিজ বাড়ি থেকে আটক করে থানায় নেয়া হয়।
পুলিশসূত্রে জানা গেছে, মাজু গ্রামের তোয়াজ আলীর ছেলে বিজিবি সদস্য আব্দুল্লা-আল-মামুন পার্শ্ববর্তী বকশিপুর গ্রামের কাতব আলীর মেয়ে শ্যামলীর সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পার হতে না হতেই বিজিবি সদস্য আব্দুল্লা-আল-মামুন যৌতুকের দাবীতে শ্যামলীর ওপর বিভিন্ন রকম নির্যাতন শুরু করে। শ্যামলীর স্বামী নির্যাতন করে পিতার বাড়ি বকশিপুর পাঠিয়ে দেয়। পরে শ্যামলী কোনো উপায় না পেয়ে আলমডাঙ্গা থানায় গত ২২ ফেব্রুয়ারি নারী নির্যাতন মামলা দায়ের করে। ওই মামলার ৬ নং আসামি আব্দুল্লা-আল-মামুনের খালু আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর ধর্মতলার আনছার আলীর ছেলে আশরাফুল (৩৫)। গতকাল রোববার সকালে আলমডাঙ্গা থানায় ওসি (তদন্ত) নাজমুল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে আশরাফুলের বাড়ি থেকে তাকে আটক করে থানায় নেন। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয় বলে জানা গেছে।