হাসেম রেজা: দীর্ঘ ১৭ বছরেও এমপিওভুক্ত হয়নি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন ও নাটুদা ইউনিয়নের তালসারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।
ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়টির ৩৮৫ ছাত্রছাত্রীর জন্য মাত্র ৬টি ক্লাস রুম ও শিক্ষকদের জন্য একটি জরাজীর্ণ অফিস রয়েছে। নানা সমস্যায় জর্জরিত এ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আ. আলিম জানান, ১১ জন শিক্ষক দীর্ঘ ১৭ বছর যাবত পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করলেও পাঠদানে এখনো অমনোযোগী হননি। স্থানীয়রা বলেন, বর্ষাকালে পুরাতন শ্রেণিকক্ষের টিনের চালা দিয়ে পানি পড়ে। অপরদিকে তালসারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টির ৪শ ছাত্রীর জন্য মাত্র ৫টি ক্লাসরুম ও শিক্ষকদের জন্য একটি জরাজীর্ণ অফিস রয়েছে। নানা সমস্যায় জর্জরিত এ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শহীদুর ইসলাম জানান, ১০ জন শিক্ষক দীর্ঘ ১৭ বছর যাবত পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করলেও পাঠদান আন্তরিকতার সাথে নেয়া হয়। এলাবাসীর দীর্ঘদিনের দাবি অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্দশা ও বিদ্যালয়ের উন্নয়নের পথ-সুগম করার জন্য এলাকার ছাত্রছাত্রীদের অভিভাবকেরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি আ. রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এমপিওভুক্তর জন্য চুয়াডাঙ্গা-২ আসনের এমপির কাছে গিয়েছি। তিনি বলেছেন, সরকার নতুন শিক্ষা-প্রতিষ্ঠান এমপিওভুক্ত করলে ঠাকুরপর ও তালসারি বালিকা বিদ্যারয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয় তার জন্য ব্যবস্থা নেবো।