সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন জরুরি : সুজন

স্টাফ রিপোর্টার: সিটি করপোরেশন নির্বাচনে ভোট প্রদানের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচনের কয়েকদিন আগে থেকেই সেনাবাহিনী মোতায়েন করা জরুরী প্রয়োজন বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য এ দাবি জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গত উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা বলে দেয় সেনাবাহিনী প্রয়োজন। আইনে যে বিষয়গুলোকে দণ্ডনীয় অপরাধ বলা হয়েছে, তা অবাধে করেছেন কোন কোন রাজনৈতিক দল। ইতোমধ্যেই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ, গাড়িবহর নিয়ে মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, শত-সহস্র মানুষ নিয়ে মনোনয়নপত্র দাখিল, মিছিলসহ আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন নমুনা আমরা দেখেছি। সুজন সম্পাদক বলেন, ভোট প্রদানের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং কেন্দ্র দখল, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইরোধে পূর্ব থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে নির্বাচনের কয়েকদিন আগে থেকেই সেনা মোতায়েন করতে হবে। সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠুভোট গ্রহণ সম্ভব হবে না।