সাদ্দামের ভাইস প্রেসিডেন্ট ইজ্জাত ইব্রাহিম নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের সাবেক একনায়ক সাদ্দামের ভাইস প্রেসিডেন্ট ইজ্জাত ইব্রাহিম আদ দৌরি দেশটির নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হয়েছেন। উত্তর ইরাকের সালাহউদ্দিন প্রদেশের তিকরিত শহরের পূর্বাঞ্চলে ইরাকের স্বেচ্ছাসেবী সেনাদের এক আগাম ও আকস্মিক সামরিক অভিযানে তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর রায়েদ আল জাব্বুরি জানিয়েছেন। আল জাব্বুরি বলেছেন, নিরাপত্তা বাহিনী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাথ পার্টির অন্য এক (সাবেক) কমান্ডারকেও হত্যা করতে সক্ষম হয়েছেন। আলাস তেল-ক্ষেত্রের কাছে এক অভিযানে তারা নিহত হন বলে রায়েদ জানান। ইরাকে ২০০৩ সালে মার্কিন হামলায় সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর ইজ্জাত ইব্রাহিম বাথ পার্টির নতুন প্রধান হন। সাদ্দামের বিচার ও ফাঁসির পর ইজ্জাত ইব্রাহিম পালিয়ে বেড়াতেন। মার্কিনবাহিনী তাকে গ্রেফতার করতে পারেনি বা গ্রেফতার করতে চায়নি।