স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিমরুল্লার শাহাবুলের (৩৫) বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় দিনমজুরের স্ত্রীকে মেরে জখম করার অভিযোগে এ মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনমজুরের স্ত্রীকে কুপ্রস্তাব দেয় মৃত ওয়াদ আলীর ছেলে শাহাবুল। তাতে সাড়া না দেয়ায় মেরে দিনমজুরের স্ত্রীর হাতের আঙুল ভেঙে দেয়। এ বিষয়ে দিনমজুরের স্ত্রী আইনগত সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনে আবেদন করে। এরই প্রেক্ষিতে গতকাল সকালে ফাউন্ডেশনের নিবার্হী পরিচালকসহ সহসভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য অ্যাড. জীল্লুর রহমান জালাল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দীন হাবলু, মোটিভেশন কর্মকর্তা জাকিয়া সুলতানা ঝুমুর, সদস্য রবিউল ইসলাম সরেজমিন পরিদর্শন করেন। স্থানীয়দের নিকট থেকে ঘটনার বর্ণনা শোনেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরেজমিন পরিদর্শন শেষে নির্বাহী পরিচালক বলেন, ঘটনার যেহেতু সত্যতা মিলেছে, সেহেতু আমরা দিনমজুরের স্ত্রীর ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে আইনগত সহায়তা দেবো। মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।