ডিজিটাল বাংলা এক্স-রের দুজনকে ধরে শেষ পর্যন্ত দেয়া হয়েছে পুলিশে

স্টাফ রিপোর্টার: কৌশিদ ও শান্তনা খাতুনকে শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। গতকাল শনিবার কোর্টমোড় এলাকা থেকে এ দুজনকে ধরে হাসপাতাল সড়কের একটি স্থানে নিয়ে আটকে রাখা হয়। এদের বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ তোলা হলেও দুজনই বলেছে, আমরা ডিজিটার বাংলা এক্স-রেতে চাকরি করি। দুজনই নিজেদের পছন্দে বিয়ে করতে যাচ্ছিলাম। আমাদের আটকে ভয়ভীতি দেখানো হয়। টাকা দাবি করে ওরা। পরে পুলিশে দিয়েছে। কৌশিদ আলী (২১) চাঁপাইনবাবগঞ্জের নাচল অমজোয়ান পূর্বপাড়ার মুরাদ বক্সের ছেলে বলে পরিচয় দিয়েছে। আর শান্তনার (২৬) বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার কুটিপাড়ায়। পুলিশ বলেছে, দুজনকে থানায় নেয়া হয়েছে। প্রয়োজনে উভয়পক্ষের অভিভাবকেরই খবর দেয়া হবে।