শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চুয়াডাঙ্গায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শিল্পী গোলাম মোহাম্মদ জোয়ারদারের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। গতকালই সকালে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিল্পী গোলাম মোহাম্মদ জোয়ারদার। তিনি চুয়াডাঙ্গা রেলপাড়ার কৃতীসন্তান। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন সংঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব কেএম শহীদ উল্লাহ।
বিকেলে শিল্পকলা একাডেমীতে সকলের জন্য উন্মুক্ত শিল্পী জিএম জোয়ারদারের একক চিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’ দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন। শিল্পীর পিতা প্রয়াত গোলাম মহিউদ্দিন জোয়ারদার ও মাতা প্রয়াত রাহেলা খাতুনকে উৎসর্গকৃত প্রদশনী আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। শিল্পী তার একক চিত্র প্রদর্শনীতে সকলকে আহ্বান জানিয়েছেন।