জাপানে জনসংখ্যা কমছেই

মাথাভাঙ্গা মনিটর: জাপানের জনসংখ্যা চতুর্থ বছরের মতো কমে গেছে। দেশটিতে এখন প্রতি চারজনের একজনের বেশি লোকের বয়স ৬৫ বা তার বেশি। গত শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, গত বছর ১ অক্টোবরের পর জাপানের জনসংখ্যা ০.১৭ শতাংশ বা ২ লাখ ১৫ হাজার কমে ১২ কোটি ৭০ লাখ ৮৩ হাজার জনে দাঁড়িয়েছে। জাপানে দীর্ঘদিন ধরে অবস্থান করা বিদেশি নাগরিকরাও এর অন্তর্ভূক্ত। জাপানে ৬৫ বছর বা তার বেশি বয়সের লোকের সংখ্য ১১ লাখ বেড়ে ৩ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। বর্তমানে এসব লোকের সংখ্যা ১৪ বছর বা তার কম বয়সীদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। জাপানে জন্মহার কমে যাওয়ায় এবং গড় আয়ু অনেক বেড়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে।