আলুকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামের রবিউলের তিনটি ঘরে রাখা ভুট্টা ও ভুট্টার খড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়ার চাষি রবিউল নিজের বাড়িতে পাটকাঠি পরিস্কার করার জন্য আগুনের গোলা তৈরি করলে বাতাসে আগুন রবিউলের ভুট্টার ঘরে আগুন লাগে।
কিছুক্ষণের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর ও ভুট্টা পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষি রবিউল। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার।