কোটচাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস: ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোটচাঁদপুর উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ছাত্রছাত্রীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৩টি গ্রুপে ৬টি বিভাগে মোট ৫১ জন ছাত্রছাত্রী ১ম, ২য় ও ৩য় হয়ে পুরস্কার লাভ করে। যারা আগামী ২১ এপ্রিল ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বরে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাছুদুর রহমান, উপজেলা মহিলা কর্মকর্তা মিসেস ফিরোজা বেগম, বিআরডিবি উপজেলা কর্মকর্তা জহুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন কোটচাঁদপুর উপজেলা কর্মকর্তা ওয়ালিউর রহমান রনি, হাফেজ রবিউল ইসলাম। মডেল কেয়ারটেকার আব্দুল মান্নান অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন।