কাশ্মিরে পুলিশের গুলিতে আহত একজনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের গুলিতে আহত একজন বিক্ষোভকারী মারা গেছেন। পুলিশ জানায়, সংঘর্ষে প্রায় ২৪ ব্যক্তি আহত হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুঁড়লে তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের একজন হাসপাতালে মারা যায়। জাম্মু ও কাশ্মির প্রদেশের বাদগাম জেলায় শনিবার এই সংঘর্ষ হয়। বাদগাম জেলার নরবাল গ্রামের কাছে রাস্তায় বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর করছিলো। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে টিয়ার গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। ব্যর্থ হয়ে পরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, সংঘর্ষে সুহাইল আহমদ সফি নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে শ্রীনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। শুক্রবার পুলিশ কাশ্মিরের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমকে জনগণকে খেপিয়ে তোলা ও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযোগে গ্রেফতার করে।