কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা থেকে তারিকুল ইসলাম ও তারুকি খাতুন নামে প্রেমিক যুগলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দার-উস সেফা প্রাইভেট হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক তারিকুল উপজেলার ভাতভরা গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও তারুকি হরিপুর গ্রামের কাশেম আলীর মেয়ে।
এলাকাবাসী জানায়, ভোররাতে ওই দুজন দার-উস সেফা প্রাইভেট হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছিলো। সে সময় হাসপাতালে কর্মরতদের সন্দেহ হলে তারা আশপাশের লোকজনদের ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করে। তারা সদুত্তর দিতে না পারলে পুলিশে খবর দেয়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, এলাকাবাসী অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা সন্দেহে তারিকুল ইসলাম ও তারুকি খাতুনকে আটক করে। পরিবারের লোকজনের খবর দেয়া হয়েছে। তারা এলে সিদ্ধান্ত নেয়া হবে। তারা পরস্পর আত্মীয় বলে জানা গেছে।