স্টাফ রিপোর্টার: ঢাকা সিটি কর্পোরেশনের অন্যতম কাজ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। মেয়রহীন দু সিটিতে বর্জ্যের ভাগাড়। সেজন্যই এবার প্রার্থীরা জোর দিচ্ছেন রাস্তা পরিচ্ছন্ন অভিযানে। মাহী বি চৌধুরীর পর ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নামলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক। শনিবার দুপুর পৌনে ১টায় অভিনয়শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সাথে নিয়ে গুলশান এক নম্বর পার্ক সংলগ্ন সড়ক পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এ সময় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অভিনেতা এটিএম শামসুজ্জামান, ড. ইনামুল হক, রামেন্দু মজুমদার, সংসদ সদস্য তারানা হালিম, শংকর শাওজাল, অরুণা বিশ্বাস ও আনিসুল হকের স্ত্রী রুবানা হক উপস্থিত ছিলেন। আনিসুল হক বলেন, আমার জীবন শুরু হয়েছিলো একজন সংস্কৃতিকর্মী হিসেবে। আমাকে মেয়র হিসেবে আপনারা সুযোগ দেন। আমি পাঁচ বছর আপনাদের এমনভাবে সেবা করতে চাই, যাতে রাজধানীতে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হয়। প্রায় আধা ঘণ্টা চলে এ পরিচ্ছন্নতা অভিযান। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়। সড়ক পরিচ্ছন্ন অভিযানে ভোটারদের পাশাপাশি উৎসুক জনতাও ভিড় জমায়।